তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিকুর রহিম। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার করেছিলেন ওপেনার তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানও সেই ক্লাবে প্রবেশ করেন।
ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করতে মুশফিকের লেগেছে ২২৯ ইনিংস। মাইলফলক ছোঁয়ার ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করে আরও ক্ষুরধার তার ব্যাট। আইরিশ বোলারদের ওপর দিয়ে রীতিমতো স্টিমরোলার চালিয়ে করেছেন সেঞ্চুরি।
এখন পর্যন্ত এই ফরম্যাটে সর্বমোট ৪৫ জন ব্যাটার সাত হাজারি ক্লাবে ঢুকেছেন। এই কীর্তি সবচেয়ে দ্রুততম সময়ে গড়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ওপেনার হাশিম আমলা। তিনি খেলেছিলেন ১৫৩টি ম্যাচ। সাত হাজার রান করতে তামিম ২০৬টি ম্যাচ খেলেন। অন্যদিকে, সাকিব খেলেছেন ২২৮ ম্যাচ। সে হিসেবে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করতে প্রথমে তামিম এবং এরপর যথাক্রমে আছেন সাকিব ও মুশফিক।
এমি/দীপ্ত