সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলেও আসন্ন নির্বাচনে এটি কার্যকর করা সম্ভব নয় বলেও জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিশির মনির বলেন, সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। এখন তো কোনো সংসদ নেই। সংসদ ভেঙে গেছে ১ বছরের বেশি সময় আগে। অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে। এ কারণে সর্বোচ্চ আদালত রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে এটি সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার‘ ধারনা একটি অনন্য। তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়।
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জামায়াতে ইসলামী পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী শিশির মনির।
সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
উল্লেখ্য, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বেঞ্চ।
এসএ