চট্টগ্রাম জেলার সাগরিকা স্টেডিয়াম এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে চালবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকটি দুমড়ে–মুচড়ে গেছে আর লাইনচ্যুত হয়েছে ট্রেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। এতে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা দেয়। পথে সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক লাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে–মুচড়ে রেললাইনের পাশে পড়ে।
চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।’
এসএ