টানা চারটি টি–টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশের সামনে সবশেষ টি–টোয়েন্টি সিরিজে নেপালের বিপক্ষে হেরে ক্ষতবিক্ষত ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার (২৭ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের ১ম টি–টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দু‘দল।
মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি ফিরলেও টাইগার শিবিরে মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে আলোচনা রয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩–০ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি থাকা সত্ত্বেও, অধিনায়ক লিটন দাসের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবীয়ানরাই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম,সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।