আজ রবিবার, ২৬ অক্টোবর ২০২৫; ১০ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ। দিনটি আপনার কেমন যাবে? জানুন রাশিফলে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
আত্মবিশ্বাস ও উদ্যমে ভরপুর থাকবেন আজ। নতুন কাজ শুরু করার অনুকূল সময়।
বৃষ (২১ এপ্রিল–২১ মে):
আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক কোনো সিদ্ধান্তে পরামর্শ নিন।
মিথুন (২২ মে–২১ জুন):
কর্মক্ষেত্রে চাপ বাড়লেও ইতিবাচক ফল পাবেন। নতুন বন্ধুত্ব শুভ হবে।
কর্কট (২২ জুন–২২ জুলাই):
সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ধৈর্য ধরে সমাধান করুন।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট):
নতুন চুক্তি বা বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর):
পরিশ্রমে সাফল্য আসবে। পুরোনো কোনো সমস্যার সমাধান হবে।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর):
কর্মক্ষেত্রে স্বীকৃতি ও সুনাম বাড়বে। সামাজিক সম্পর্কেও উন্নতি আসবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর):
মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। ভ্রমণ শুভ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর):
অপ্রত্যাশিত আর্থিক সুবিধা আসতে পারে। বন্ধুদের সহায়তা মিলবে।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি):
কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে। ধৈর্য ও পরিকল্পনা সাফল্যের চাবিকাঠি হবে।
কুম্ভ (২১ জানুয়ারি–১৯ ফেব্রুয়ারি):
পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। সৃজনশীল কাজে মনোযোগ দিন।
মীন (২০ ফেব্রুয়ারি–২০ মার্চ):
অতীতের ভুল সংশোধনের সুযোগ পাবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ দিন।