ইসরায়েলি বিমান হামলায় লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অন্তত চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি গত নভেম্বরের ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির নতুন এক লঙ্ঘন।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলায় লেবাননের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় দুজন নিহত হন। পরে দক্ষিণ লেবাননের আরাবসালিম এলাকায় আরেকটি হামলায় আরও দুজনের মৃত্যু হয়।
এনএনএ জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন। এছাড়া লেবাননের উত্তর–পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকায়ও দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব ও উত্তর লেবাননে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে আক্রমণ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, তারা এই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে হিজবুল্লাহ জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি শিবির।
হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি।
ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে এবং সীমান্তের পাঁচটি চৌকিতে সেনা মোতায়েন রেখেছে, যদিও চলতি বছরের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা উল্লেখ ছিল।
সূত্র: আল–জাজিরা