বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা বিশ্ব বাণিজ্যে প্রভাব পড়েছে। এতে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার (২২ অক্টোবর) দাম কমেছিল প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে।

ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩৬ ডলার, যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যারনির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এ বৃদ্ধির মূল কারণ।

এদিকে বৃহস্পতিবার স্পট রুপার দাম প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৩৩ ডলার, প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৫৯.৫০ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০,৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫০ ডলার।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More