বাংলাদেশের সংগীত জগতে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস চার মাস আগে বাবা হয়েছেন। তবে এই সুখবর এবারই সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। জেমস একই সঙ্গে তার নতুন বিয়ের খবরও জানান।
২০২৪ সালে জেমস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। বিয়ের পর নামিয়া ‘আনাম’ যোগ করে নাম হয়েছে নামিয়া আনাম। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
বাবা হওয়ার অনুভূতি নিয়ে জেমস বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।
নামিয়া আনাম জেমসের তৃতীয় স্ত্রী। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা নামিয়া জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। জেমসের দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে নামিয়ার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়।
জেমসের সাথে নামিয়ার পরিচয় ঘটে ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে। পরিচয় হওয়ার এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম নেয় জিবরান। জন্মের সময় জেমস ও পরিবারের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। তাদের বিবাহ হয়েছিল ১৯৯১ সালে, বিচ্ছেদ হয় ২০০৩ সালে। প্রথম সংসারে জেমসের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।