মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে নিসচার শিক্ষার্থী সমাবেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মঙ্গলবার (২২ অক্টোবর) সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৫। এবারের প্রতিপাদ্য– ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’

দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সারাদেশে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সকাল ১০টায় নিসচা চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘ডায়মন্ড সিমেন্ট–নিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী সমাবেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা করেছে ডায়মন্ড সিমেন্ট এবং সহযোগিতা করেছে দৃষ্টি চট্টগ্রাম।

উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর আগে এই দিনে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই ঘটনার পর থেকেই তিনি ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন শুরু করেন। তাঁর সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More