মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

আমাল ফাউন্ডেশন নিয়ে আসলো ফিউচার রুটস্

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তরুণ নারীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব গঠনে সহায়তা করার প্রতিশ্রুতি নিয়ে, আমাল ফাউন্ডেশন উদ্বোধন করেছে তাদের নতুন প্রজেক্ট “ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ”।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি.মজুমদার মিলনায়তনে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন কাজ করা তরুণ নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, এবং উন্নয়ন ও জলবায়ু খাতের প্রতিনিধিরা। তাঁরা বাংলাদেশে জলবায়ু কর্মকাণ্ডে নারীদের নেতৃত্বের অন্তর্ভুক্তিমূলক পথ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ছিল একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা, জলবায়ু ও জেন্ডার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, এবং আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব। ফিউচার রুটস–এর লক্ষ্য হলো তরুণ নারীদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে জলবায়ু সমাধান তৈরি এবং জলবায়ু সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। অংশগ্রহণকারীরা জেন্ডার, জলবায়ু নীতি, এবং জাতীয় অভিযোজন কৌশলে তরুণদের ভূমিকা নিয়ে মত বিনিময় করেন।

আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইসরাত করিম বলেন, “ফিউচার রুটস ক্লাইমেট হাব ফর ইয়ুথ আমাদের জন্য এমন এক পদক্ষেপ, যেখানে তরুণ নারীরা জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবনে নেতৃত্ব দেবে। আমরা বিশ্বাস করি, তরুণদের শক্তিই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি।”

এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত জিন সায়েন্টিস্ট জনাব আবেদ চৌধুরী বলেছেন —“জলবায়ু প্রশমণ এবং অভিযোজনে লিঙ্গভিত্তিক দিকটি এখনো উপেক্ষিত। এ অবস্থা থেকে বের হয়ে আসতে জলবায়ু কার্যক্রমে নারীর ভূমিকা ও অধিকারকে স্বীকৃতি দিতে হবে।”

এর পাশাপাশি “হিরোস ফর অল” প্রেসিডেন্ট ডা. রেহ্‌নুমা করিম বলেছেন, “ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল:

উদ্বোধনী পর্বে জলবায়ু সমস্যা সমাধানে তরুণ নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও জ্ঞানভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর আলোচনা

• “উইমেন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ ক্লাইমেট রেজিলিয়েন্স” শীর্ষক প্যানেল সেশন

নির্বাচিত তরুণ নারী জলবায়ু ফেলোদের অভিজ্ঞতা বিনিময়

• “কমিটমেন্ট এক্সচেঞ্জ” পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা তরুণ নেটওয়ার্ক, একাডেমিয়া ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানটি জাতীয় জলবায়ু কর্মসূচিতে জেন্ডার সমতা ও তরুণ নেতৃত্ব অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে শেষ হয়। ফিউচার রুটস নিজেকে এমন একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়, যা জলবায়ু সম্পর্কিত সমস্যা নিরসনে নীতিগত আলোচনার সঙ্গে তরুন নারী নেতৃত্বকে সংযুক্ত করবে।

আগামী দুই বছরে ফিউচার রুটস: ক্লাইমেট হাব ফর ইয়ুথ প্রজেক্টটি তরুণ নারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়, স্থানীয় সংগঠন ও উদ্ভাবকদের সঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৫: জেন্ডার সমতা এবং এসডিজি ১৩: জলবায়ু কার্যক্রম)-এর সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More