ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২৫) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রোজারিও (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার সোহেল রোজারিও সাভারের সন্তোষ রোজারিওর ছেলে। এর আগে রবিবার (১৯ অক্টোবর) ভোরে একই মামলার আরেক আসামি মিঠু বিশ্বাসকে (৩৫) সাভার মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। মামলায় আরও এক আসামি আছেন সাভারের বিপ্লব রোজারিও (৪০)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী তরুণী একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার পরিবার সাভারের বিরুলিয়া এলাকায় বসবাস করেন।
ঢাকা জেলা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গতকাল রাত দুইটার দিকে গাজীপুর কালিগঞ্জের নাগরী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। বাসায় এসে দেখেন দরজায় তালা ঝুলছে। পরে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের একটি চায়ের দোকানে চাবি রেখে গেছেন। তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন।