দীর্ঘ ১৮ বছরের শিরোপার খরা কাটাতে পারলো না আর্জেন্টিনা। বরং কান্নায় ভাসলো ছয়বারের চ্যাম্পিয়নরা। ইতিহাস গড়লো মরক্কো; প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
শনিবার রাতে চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে মরক্কো ২–০ গোলে হারায় রেকর্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। দুই গোলই করেন মরক্কোর তরুণ ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি এই জয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন।
এই জয়ের মধ্য দিয়ে আফ্রিকার ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছে মরক্কো। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স–আপ হয়েছিল দলটি, যা ছিল তাদের সর্বোচ্চ অর্জন। প্রায় দুই দশক পর তারা অবশেষে বিশ্ব মঞ্চে সোনার ট্রফি ছুঁয়ে দেখলো।
অন্যদিকে, অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো রানার্স–আপ হয়েছে। এর আগে ১৯৮৩ সালে ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের।
ফাইনালে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে পাঁচ গোল করা ইয়াসির জাবিরি পান সিলভার বল। মরক্কোর মিডফিল্ডার ওথমান মামা জিতে নেন গোল্ডেন বল, আর ফাইনালের আগ পর্যন্ত কোনো গোল না খাওয়া আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বি পান গোল্ডেন গ্লাভস।