প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবকটিতে ‘নো কিংস‘ (No Kings) শীর্ষক এই বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নেন। খবর দ্য গার্ডিয়ানের।
বিক্ষোভকারীরা তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং দেশে কোনো ‘রাজা‘ থাকা উচিত নয়।
বিক্ষোভের অন্যতম আয়োজক সংগঠন ‘ইনডিভিসিবল‘-এর সহ–প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, ‘একটি কর্তৃত্ববাদী শাসনের জন্য দেশপ্রেমী মানুষের গণশক্তির চেয়ে বড় হুমকি আর কিছু হয় না।‘
নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ‘ট্রাম্পকে এখনই ক্ষমতা ছাড়তে হবে‘ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ‘নাথিং ইজ মোর প্যাট্রিওটিক দ্যান প্রোটেস্টিং‘ (বিক্ষোভের চেয়ে বড় দেশপ্রেম আর হয় না) এবং ‘রেজিস্ট ফ্যাসিজম‘ (ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন) লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শতাধিক আয়োজক যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে। এটি এ বছর ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর তার বিরুদ্ধে অনুষ্ঠিত তৃতীয় বৃহৎ গণবিক্ষোভ।