বর্তমান নির্বাচন কমিশন (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইসি মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে, তবে তাদের পরিণতি হবে কে এম নুরুল হুদা কমিশনের মতো।
রবিবার (১৯ অক্টোবর) প্রতীক নিয়ে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, ‘নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তাদের বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়, আর তারা সেসব বাস্তবায়ন করে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ইসি সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না।
তিনি আরও বলেন, ‘ বিভিন্ন পক্ষের পারপাস সার্ভ করছে ইসি। যারা নিয়োগ দিয়েছে ইসিকে, তাদেরই পারপাস সার্ভ করছে।
এনসিপি এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, সেটি স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’
তিনি অভিযোগ করেন, ‘এনসিপিকে ইচ্ছাকৃতভাবে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারছে না।’
‘প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই‘ জানিয়ে হাসনাত বলেন, ‘শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’
এর আগে সকাল ১১টায় প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেন এনসিপি ৪ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন– দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।
এসএ