যাত্রী চাপ সামলাতে বাড়ানো হয়েছে মেট্রোরেল চলাচলের সময়। আজ থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
বর্ধিত সময়ে মেট্রারেল চলাচল করায় খুশি যাত্রীরা। সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৬ টায় উত্তরা–উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে। যা এতদিন ছাড়তো সকাল ৭ টা ১০ মিনিটে।
এদিকে নতুন সূচিতে রাতে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। যা এতদিন ছেড়ে আসত রাত সাড়ে ৯টায়।
এছাড়া শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি অপরিবর্তিত রয়েছে। উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকাল ৩টায় আর সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়ে বিকাল ৩টা ২০ মিনিটে আর সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।
উল্লেখ্য, প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন মেট্রোরেল দিয়ে।
এসএ