ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি) এবং উপ–ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)’কে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একজন প্রতিনিধি, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ–মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ–মহাব্যবস্থাপক (কার্গো–রপ্তানি) তদন্ত কমিটি সদস্য করা হয়েছে।
অফিস আদেশে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, দায়দায়িত্ব শনাক্তকরণ এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং–এর কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এসএ