জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে জাতির ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে শহীদের আত্মত্যাগ, জাতির আকাঙ্ক্ষা, জন প্রত্যাশা পূরণের শুরু হলো কেবল। এগুলো পূরণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি রাষ্ট্র কাঠামো অর্জন করতে পারবো।
জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে দেশের রাজনীতিতে নতুন সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।