জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জামায়াতের নেতারা জানায়, দলটি সনদে স্বাক্ষর করার বিষয়েও ইতিবাচক অবস্থানে রয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা (সনদ স্বাক্ষর অনুষ্ঠানে) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বাক্ষর করব কি না, সেখানে উপস্থিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।
জামায়াত সূত্র জানায়, নির্বাহী পরিষদের বৈঠকে জুলাই সনদ, সনদে স্বাক্ষর এবং গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের নীতিনির্ধারণী নেতারা মনে করেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে পুরো প্রক্রিয়া বিশৃঙ্খল হয়ে যাবে। তাই গণভোট আলাদা তারিখে হওয়াই যৌক্তিক হবে বলে তাদের মত। সে ক্ষেত্রে নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলেও আলোচনা হয়েছে।
অন্যদিকে রাতে জামায়াতে ইসলামীসহ সাতটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বৈঠক করেছে। বৈঠকে সনদে অংশগ্রহণ ও স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি অভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত হয়।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমরা শুরু থেকে সংস্কার চেয়ে আসছি, সংলাপে অংশ নিয়েছি। সনদেও স্বাক্ষর করব। না করলে ওরা বিভ্রান্তি ছড়াবে যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই না। এ সুযোগ দিতে চাই না।