পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার দলের ১৭ নেতার বিরুদ্ধে ভাঙচুর, নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ এবং ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সন্ত্রাসবাদের মামলা দায়ের করেছে পাকিস্তান পুলিশ। রবিবার (১৯ মার্চ) পুলিশের সন্ত্রাস দমন বিভাগে (সিটিডি) এ মামলা হয়েছে। খবর ডনের।
রবিবার পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগে এ মামলা করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের কার্যালয় ভাঙচুর এবং গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৮ মার্চ) তোশাখানা মামলার বহুল প্রতীক্ষিত শুনানিতে যোগ দিতে ইমরান খান লাহোর থেকে ইসলামাবাদে যাওয়ার পর ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে পিটিআইকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার মামলা দায়ের করেছে পাকিস্তান পুলিশ।
তেহরিক–ই–ইনসাফ কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হয়। গ্রেফতারকৃত পিটিআই কর্মী ও দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইসলামাবাদ পুলিশের দায়ের করা এই মামলায় প্রায় ১৭ জন পিটিআই নেতার নাম রয়েছে।
এদিকে ইমরানের দল পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের বাসভবনে অবৈধ অভিযান এবং সহিংসতার সাথে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পাল্টা মামলা করবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের মূল্যবান উপহার সংরক্ষণ করার রাষ্ট্রীয় কোষাগার তোষাখানার সম্পদ বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগে বর্তমানে মামলা লড়ছেন ইমরান খান।
তিনি পাকিস্তানে গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে অপসারিত হন। জাতীয় পরিষদের ভোটে বাদ পড়া তিনিই প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী।
আফ/দীপ্ত সংবাদ