এখন পর্যন্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ২৮ দল। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোসহ বাছাইপর্ব পেরিয়ে আরও ২৫ টি দেশ এবারের আসরের টিকিট নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) অক্টোবরের বাছাইপর্ব শেষে নতুন করে আরও ছয়টি দল যায়গা পেয়েছে মূল পর্বে। দেশগুলো হলো– দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, কোত দি ভোয়া ও সেনেগাল।
এ আসরে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে আগেই নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর অংশগ্রহণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) পর্যন্ত বাছাইপর্ব পেরিয়ে আরও ২৫টি দল জায়গা করে নিয়েছে মূল পর্বে।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত দলগুলো:
স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো।
বাছাইপর্ব পেরিয়ে: জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, একুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দ, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল।
বিশ্বকাপের বাকি দলগুলোর নাম নির্ধারিত হবে আগামী মাসের বাছাইপর্ব শেষে।