ঘরের মাঠে আশা জাগিয়েও ৪–৩ গোলে হারের পর হংকং, চায়নায় গিয়ে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। রাকিব হোসেনের গোলে ১–১ ব্যবধানে ড্র হলো ম্যাচ।
ঢাকার ম্যাচে প্রথম একাদশে শামিত–জায়ানকে না রাখায় সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এ ম্যাচে এই দুই প্রবাসীকে নিয়েই ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচে তপু বর্মণকেও একাদশে রেখেছিলেন কোচ। শামিত, তপু ও জায়ানের জন্য জায়গা ছাড়তে হয়েছে তাজ উদ্দিন, জুনিয়র সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিমকে।
খেলার প্রথমার্ধে হংকংয়ের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ডি–বক্সের ভেতরে ফাউল করে বসেন তারিক কাজি। সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজান রেফারি। একইসঙ্গে হলুদ কার্ড দেখলেন তারিক। আর পেনাল্টি পেয়ে যায় হংকং, চায়না। প্রথমার্ধে ম্যাচের ৩৫ মিনিটের সময় পেনাল্টি থেকে হংকং, চায়নাকে এগিয়ে দেন অধিনায়ক ম্যাট অর।
পরে দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ফাহামিদুল ইসলাম। ডান পাশে কর্নারের কাছ থেকে ক্রস করেন সাদ উদ্দিন। গোল মুখে শুধু পা ছোঁয়ালেই হতো ফাহামিদুলের। কিন্তু পারেননি সেটি। ফলে হাতছাড়া হয় বড় সুযোগ।
৭৫ মিনিটের সময় লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার অলিভার বেঞ্জামিন। দশ জনের বিপক্ষে খেলার সুযোগ ভালোভাবেই কাজে লাগায় বাংলাদেশ। মাঠে নেমেই ইম্প্যাক্ট রাখেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮৪ মিনিটে তিনি বাম পাশ থেকে ক্রস করেন ডান প্রান্তে। ওয়ান টাচে বক্সের মাঝে বল পাঠায় ফাহামিদুল ইসলাম। নিখুঁত টোকায় বল জালে জড়ায় রাকিব হোসেন। এতে সমতায় ফেরে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।