টানা দুই হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে টাইগার একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে।
এই ম্যাচে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক রহমত শাহকে ছাড়াই খেলতে নামছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ইকরাম আলিখিল, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফর, নাঙ্গেয়ালিয়া খারোটে এবং বিলাল সামি।