হজযাত্রীদের বিমান ভাড়া আর কমানো যাবে না বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। রবিবার (১৯ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এবার ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ ট্যাক্স, ডলারের রেট ও জেট ফুয়েলের দাম বৃদ্ধি। চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত হয়ে গেছে। যাতে অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন বিমান ভাড়া নিচ্ছে বাংলাদেশ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, ‘ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে অপারেশনাল কোস্ট সৌদি আরবসহ বিভিন্ন ল্যান্ডে অনেক বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের বিমান ভাড়া বেড়েছে। এটা কিন্তু আমরা নির্ধারণ করি না।‘
তিনি আরও বলেন, নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
আফ/দীপ্ত সংবাদ