মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারো কোনো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন বেলবন্ড (জামিননামা) উদ্বোধন করবো।

তিনি বলেন, একটা লোক জামিন পাবার পর থেকে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়, কোনো ধাপে হয়রানি সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেন রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More