প্রায় এক ঘণ্টা পর অধ্যক্ষের অনুরোধে রাজধানী সায়েন্সল্যাব মোড়ে ‘ব্লকেড কর্মসূচি‘ তুলে নিয়েছেন ঢাকা কলেজ, উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায়। এতে আবার সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল।
ঢাকা কলেজ, অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেন ও উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার শিক্ষার্থীদের বোঝালে ব্লকেড কর্মসূচি তুলে তাঁরা মিছিল নিয়ে নিউমার্কেট এলাকার দিকে চলে যান।
উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ঢাকা কলেজে, ইন্টারমিডিয়েট বিভাগ শুধু একটা শিক্ষা ধাপ নয়, এটা আমাদের ইতিহাসের অংশ। এই বিভাগ তুলে দিলে কলেজের ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে।
সামিউল ইসলাম নামে প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন, আমরা চাই না আমাদের পরের প্রজন্ম এই কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সুযোগ হারাক। শত বছরের পুরোনো এই ধারা বজায় রাখা উচিত।
তিনি আরও বলেন, ঢাকা কলেজ সবসময়ই মাধ্যমিকের পর শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা ছিল। বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা ভালো, কিন্তু ঐতিহ্য মুছে দিয়ে নয়। আমাদের দাবি ঐতিহ্য সংরক্ষণ করেই এগোতে হবে।
এর আগে, সকাল ১০টা থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অধ্যাদেশ সংশোধন এবং সোমবার (১৩ অক্টোবর) ঢাকা কলেজ শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা কলেজ, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
এসএ