নারীদের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে দারুণ ক্রিকেট খেলেও শেষমেশ জয়টা পায়নি বাংলার বাঘিনীরা। দুর্দান্ত রান তাড়ায় ম্যাচ ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা।
বাংলাদেশের দেয়া মোটামুটি বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করেছে প্রোটিয়ারা। তারা দলীয় ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন মারিজানে ক্যাপ ও কোলে ট্রায়ন। এই দুজনে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৮৫ রান। আর তাতেই ম্যাচে ফেরে সাউথ আফ্রিকা।
এই জুটি ভেঙেছেন নাহিদা আক্তার। লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তিনি ধরা পড়েন স্বর্ণা আক্তারের হাতে। ক্যাপের ব্যাট থেকে এসেছে ৭১ বলে ৫৬ রানের ইনিংস। এরপর নাদিন ডি ক্লার্ককে নিয়ে ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন ট্রায়ন। ৪৪তম ওভারে রাবেয়া খানের বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরেছিলেন ট্রায়ন।
সীমানায় ফিল্ডিং করা সুমাইয়া আক্তার তার ক্যাচ ধরতে পারেননি। উল্টো বাউন্ডারিতে ৬৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটার। পরের বলে স্লগ সুইপ করে একটি ছক্কাও হাঁকান তিনি। তাদের ৩৫ রানের জুটি ভাঙে রিতু মনির ডিরেক্ট থ্রুতে ট্রায়ন ৬২ রান করে রান আউট হলে। এরপর বেশ কয়েকবার প্রোটিয়া ব্যাটারদের জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্লার্ক ৩৯ বলে ৩৭ ও মাসাবাতা ক্লাস ১৩ বলে ১০ রান নিয়ে অপরাজিত থেকে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন।
এর আগে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগ্রেসদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবায়া হায়দার। এই দুজনে যোগ করেন ৫৩ রান। দারুণ ছন্দে থাকা রুবায়া আউট হন ৫২ বলে ২৫ রান করে। আরেক ওপেনার ফারজানা ফিরেছেন ৭৬ বলে ৩০ রানের ইনিংস খেলে। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা মিলে বাংলাদেশের ইনিংস টানেন।
তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯১ বলে ৭৭ রান। আর তাতেই মাঝারি সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। জ্যোতি ৪২ বলে ৩২ রান করে ফিরলেন স্বর্ণা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে। যদিও শেষদিকে দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ।
সোবহানা মোস্তারি ৮ বলে ৯ রান করে রান আউট হয়েছেন। শূন্য রানে বোল্ড হয়েছেন রাবেয়া খান। তবে রিতু মনি ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাউথ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন ননকুলেকো এমলাবা। আর একটি করে উইকেট নেন ডি ক্লার্ক ও কোলে ট্রায়ন।