বাংলাদেশের হয়ে নারী ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ–সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা আকতার।
সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচে দ্রুততম হাফ–সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন ডান–হাতি ব্যাটার স্বর্ণা।
৪১তম ওভারে দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন ১৮ বছর বয়সী স্বর্ণা। ক্রিজে এসেই দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম ম্যাচে প্রথম হাফ–সেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ–সেঞ্চুরির রেকর্ড।
এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে হাফ–সেঞ্চুরি করেছিলেন জ্যোতি।
দ্রুততম হাফ–সেঞ্চুরির ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার–ছক্কা ছিল।