সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিলের নির্দেশ বিটিআরসির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের গ্রাহকদের ৩০ অক্টোবরের মধ্যে নিজ নামে থাকা অতিরিক্ত মোবাইল সিম বাতিলের নির্দেশ দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো গ্রাহকের নামে ১০টির বেশি সিম থাকলে তিনি নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডিরেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।

যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন তাদের অতিরিক্ত সিমগুলো দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গ্রাহকরা মোবাইল থেকে *16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে জানতে পারবেন, তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে।

বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More