নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ব্যাট হাতে শুরুটা বেশ সাবধানি করেন ফারজানা হক ও রুবাইয়া হায়দার। পাওয়ার প্লের প্রথম দশ ওভারে তারা তুলেছে মাত্র ২৮ রান। এরপর উদ্বোধনী জুটিতে ৫৩ রান গড়ার পরই হয় ছন্দপতন। ২৫ রান করে সাজঘরে ফেরেন রুবাইয়া। ৩০ রান করেন ফারজানা। অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ৩২ রান। একপাশ আগলে নিজের অর্ধশত পূরণ করে আউট হন শারমিন আক্তার।
শেষ দিকে স্বর্ণা আক্তারের ৫১ রানে ভর করে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাঘিনীরা।
এর আগে, পাকিস্তানকে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা করলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে তারা।