বন্দি বিনিময় শুরু করেছে হামাস ও ইসরায়েল। ইতোমধ্যেই ৭ জন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস।
স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ৭ জন জিম্মিকে আইসিআরসি‘র কাছে হস্তান্তর করেছে হামাস। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তি‘র বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে।
এদিকে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা।
রেড ক্রস দেয়া তথ্য অনুযায়ী, ৭ জন জিম্মিকে তাদের হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং গাজা উপত্যকায় আইডিএফ এবং আইএসএ (ইসরাইলের নিরাপত্তা সংস্থা) বাহিনীর কাছে পাঠানো হচ্ছে।
অন্যদিকে ৭ জন জিম্মিকে হস্তান্তরের কথা নিশ্চিত করেছে হামাসও।
এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক। জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইল পতাকা উড়াচ্ছেন।
এর আগে, বন্দি বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশ করেছিল হামাস।
এসএ