আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে আজ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ভারতের ভিশাখাপাটনামের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এরপর টানা দুই ম্যাচে হারের স্বাদ পাওয়ায় জয়ে ফিরতে মরিয়া টাইগ্রেসরা।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল। তবে এর পরের দুটি ম্যাচেই তাদের বড় ব্যবধানে হারতে হয়। প্রথমে ইংল্যান্ডের কাছে, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুটি হারে দলের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরলেও, প্রোটিয়াদের বিপক্ষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রাখাই এখন টাইগ্রেসদের মূল লক্ষ্য। তিন ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বেশ ফুরফুরে মেজাজে আছে। তারা তিন ম্যাচ খেলে দুটিতেই জয় লাভ করেছে, যার মধ্যে রয়েছে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী স্বাগতিক ভারতকে ৩ উইকেটে হারানোর দুর্দান্ত পারফরম্যান্স। প্রোটিয়া নারীরা তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। ৪ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে।