অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন নিয়ে আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাছাইপর্বের ‘এইচ‘ গ্রুপের প্রথম ম্যাচে বাংলার কিশোরীরা মুখোমুখি হবে স্বাগতিক জর্ডানের। জর্ডানের আকাবা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টায়।
এবারের বাছাইপর্বে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটিতে পড়েছে বাংলাদেশ। ‘এইচ‘ গ্রুপে লাল–সবুজের মেয়েদের প্রতিপক্ষ শুধু শক্তিশালী স্বাগতিক জর্ডানই নয়, আরও আছে চাইনিজ তাইপে। তবে এই কঠিন প্রতিপক্ষের সামনেও দমে যাচ্ছে না বাংলাদেশ দল। অধিনায়ক অর্পিতা বিশ্বাসের নেতৃত্বে বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে পৌঁছানোর স্বপ্ন দেখছে দলটি।
প্রস্তুতিতে আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা:
বাছাইপর্বের মূল লড়াই শুরু করার আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলার মেয়েদের। প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২–০ গোলে হারায় তারা, এরপর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩–০ গোলের বড় জয় তুলে নেয়। এই দুই জয়ে পাওয়া আত্মবিশ্বাসই জর্ডানের বিপক্ষে লড়াইয়ে প্রেরণা যোগাচ্ছে অর্পিতাদের।
দলটির প্রধান কোচ সাইফুল বারী টিটুও প্রতিপক্ষ সম্পর্কে ওয়াকিবহাল। তিনি জর্ডানকে শক্তিশালী দল হিসেবে দেখছেন, কিন্তু একইসাথে নিজেদের দলের মানসিক দৃঢ়তা ও সক্ষমতা নিয়েও তিনি আশাবাদী।