সারাদেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৮১ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চলতি বছরের এখন পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়াল ২২৪ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে। এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৭৮ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ১৩০ জন এবং সিলেট বিভাগে সাত জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৫২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬২৫ জন চিকিৎসা নিচ্ছেন।