আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগার শিবিরে ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের।
বাংলাদেশের একাদশে ৩ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের সাথে একমাত্র স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম। সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেনই।
আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা দারুণ কেটেছে বাংলাদেশের। ৩–০ ব্যবধানে জয়ের পর এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। টি–টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে বেশ চাঙা আছে বাংলাদেশ। ফুরফুরে মেজাজে থেকেই ওয়ানডের লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা।
আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচই মাঠে গড়াবে আবুধাবিতে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে ৮ অক্টোবর, বাংলাদেশ সময় বিকাল ৬টায়, আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, এএম গাজানফার, বসির আহমেদ এবং নানগেয়ালিয়া খারোটে।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।