যশোরে নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাতে প্রেসক্লাব যশেরের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারত থেকে আগত ডাক্তাররা বাংলাদেশ ও তাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত অতিথিদের বিভিন্ন সমস্যার কথা তারা শোনেন এবং উপযুক্ত পরামর্শ দেয়া হয়।
সভায় স্বাস্থ্য বিষয়ক বক্তব্য প্রদান করেন নারায়ানা সুপারস্পেশালিটি হাসপাতালের ক্লিনিকাল ডিরেক্টর সিনিয়র কনসালটেন্ট ও এইচওডি রেডিয়েশন অনকোলজি ডাঃ সুমন মল্লিক ও অ্যাডাল্ট ও পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি সিনিয়র কনসাট্যান্ট ডাঃ দেবাশীষ দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসেমুল বারি অপু, প্রেসক্লাব যশোরের সভাগতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যবিপ্রবি ট্রেজার আব্দুল মজিদ।