বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে এই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়।
আটটি স্তম্ভ যথাক্রমে– সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প– কৃষি–নদী–বন–বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদাকে নির্দেশ করে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আট স্তম্ভের অবয়বের চেয়ে আট স্তম্ভে লিখে রাখা বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর বাস্তবায়নের মাধ্যমে এই ব–দ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ভাস্কর্য–প্রকল্প নির্মিত হলেও ফ্যাসিবাদ বিরোধী শক্তির পক্ষে কিছু করলেই রাজনৈতিক ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, আবরার ফাহাদ কেবল একজন ব্যক্তি নন, আবরার ফাহাদ একটি চেতনা, একটি আদর্শ। আবরার ফাহাদ ২০১৯ সালে যে বীজ বপন করেছিলেন, সেটি একটি মহীরুহ হয়ে ২০২৪ সালের ২৬ জুলাইয়ে পরিণত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েট উপ–উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন, শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ, ভাই আবরার ফাইয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, বুয়েট শাখা সদস্যরা।
এসএ