বাংলাদেশের জনপ্রিয় বিনোদন চ্যানেল দীপ্ত টিভি এবার নিয়ে এসেছে নতুন এক আয়োজন– ‘দীপ্ত ক্লাসিকস’, যেখানে ধারাবাহিকভাবে প্রচারিত হবে চ্যানেলটির দর্শকপ্রিয় ক্লাসিক নাটকগুলো। দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরছে সেইসব নাটক, যেগুলো একসময় দর্শকমহলে সৃষ্টি করেছিল ব্যাপক সাড়া।
‘দীপ্ত ক্লাসিকস’–এর যাত্রা শুরু হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পালকী’ দিয়ে। গ্রামের এক সাধারণ মেয়ের জীবনের নাটকীয় মোড়, শহরে এক ধনী পরিবারে বিয়ে, নতুন পরিবেশে নানা চ্যালেঞ্জ এবং সব বাধা জয় করে নিজের অবস্থান তৈরি করার সংগ্রাম–এই সবকিছুই মিলিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটকটি। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, চিত্তাকর্ষক নির্মাণ এবং প্রাণবন্ত অভিনয়ের জন্য নাটকটি সে সময় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। নতুন প্রজন্মের দর্শকদের জন্য যেমন এটি হবে একটি নতুন অভিজ্ঞতা, তেমনি পুরনো দর্শকদের জন্য এটি হবে এক নস্টালজিক বিনোদন।
‘দীপ্ত ক্লাসিকস’–এ ‘পালকী’ দেখানো হচ্ছে প্রতিদিন দুপুর ০১টা ৩০ মিনিটে। প্রতিদিন একটানা আড়াই ঘণ্টা করে দেখানোয় দর্শক পাবেন বিঞ্জ ওয়াচের স্বাদ। দীপ্ত টিভির এই উদ্যোগ দেশের টিভি নাটকের ঐতিহ্য ও ক্লাসিক ধারাকে নতুনভাবে সামনে আনবে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।