শনিবার, অক্টোবর ৪, ২০২৫
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৬৮২ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৪৭। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৮৫ শতাংশ। দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬.৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩.৪২ শতাংশ।

শনিবার (০৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেপ্টেম্বরে ১৭টি নৌদুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৮.৬৯ শতাংশ, প্রাণহানি ২৯.৭ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৮.৮৩ শতাংশ, প্রাণহানি ১৮.৯৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২৪ শতাংশ, প্রাণহানি ২২.৩০ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ৬.৭২ শতাংশ, প্রাণহানির ৬.২৩ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৩.৫৮ শতাংশ, প্রাণহানি ৩.৩৫ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৮.২৯ শতাংশ, প্রাণহানি ৮.৮৭ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৪.৪৮ শতাংশ, প্রাণহানি ৫.৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৩৮, প্রাণহানির ঘটনা ঘটছে ৫.৫১ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম মাগুরা জেলায়। এই জেলায় ৮টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং আহত হয়েছেন ৩৩ জন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More