ভারতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সফর নিয়ে দীর্ঘদিনের জল্পনায় এবার নিজেই সিলমোহর দিলেন ফুটবল জাদুকর। চলতি বছরের ডিসেম্বরে তিনি ভারত সফরে আসছেন বলে নিজের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
দীর্ঘ ১৪ বছর পর এটি হবে তার দ্বিতীয় ভারত সফর। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির পোস্ট অনুযায়ী, এই সফরে তিনি কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, একটি প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
এই আয়োজনগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, দিল্লি‘তে। ইভেন্টের টিকিট ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাবে। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সফরে তিনটি শহরে ভ্রমণ করবেন মেসি।
সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে, একটি বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে তার। যেখানে মেসির প্রতিপক্ষ হতে পারেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা।