২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের আয়োজক শহর নির্ধারণে কোনো রাষ্ট্রনেতার হস্তক্ষেপের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, যেসব শহর তার অভিবাসন ও অপরাধবিরোধী নীতির বিরোধিতা করছে, সেইসব স্থানকে তিনি, অসুরক্ষিত ঘোষণা করে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে পারেন।
এ বিষয়ে ফিফার সহ–সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি সাফ জানিয়েছন, এটি ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্তও নেবে ফিফা।
২০২২ সালে অনুমোদিত আয়োজক পরিকল্পনা অনুযায়ী, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহর, কানাডার দু‘টি ও মেক্সিকোর তিনটি শহরের সঙ্গে ফিফার চুক্তি চূড়ান্ত হয়েছে। ২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের এই আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।