নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। শেষ চার দেখায় দুই দল জিতেছে দুটি করে ম্যাচ। এর একটিতে বাংলাদেশ জয় পেয়েছে সুপার ওভারে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী সমান সমান দু‘দলই সমান প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনিটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই একে অপরের বিপক্ষে ৮টি করে ওয়ানডে জিতেছে। বাংলাদেশের হয়ে নিগার সুলতানা পাকিস্তানের বিপক্ষে ১১টি ওয়ানডে খেলেছেন, করেছেন দুটি হাফ–সেঞ্চুরি।
নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচে দুই দলের পরিসংখ্যানেও রয়েছে সমতা। দুই দলেরই তিন জয়ের বিপরীতে হেরেছে দুটি করে ম্যাচ।
দুই দলই বিশ্বকাপ বাছাইপর্ব পাড় করে যায়গা করে নিয়েছে মূলপর্বে। লাহোরে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান জয় পেয়েছিল মুনীবা আলি, সিদরা আমিন ও আলিয়া রিয়াজের ব্যাটিং নৈপুণ্যে ১৭৯ রান তাড়া করে। সেই তিন ব্যাটারকেই পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি ধরে নেয়া হচ্ছে এবারের আসরে।
এদিকে পাঁচ মাসের বেশি সময় ধরে তারা ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বশেষ ম্যাচটিও ছিল সেই লাহোরের ফাইনাল। তার আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে হেরে যায় নিগার সুলতানার দল। ফলে ম্যাচ অনুশীলনের ঘাটতি একটি বড় বিষয় হয়ে দেখা দিতে পারে।
তবে বাংলাদেশের শক্তি বরাবরের মতোই তাদের বোলিং আক্রমণ। সঙ্গে আছে এবার কিছুটা ব্যাটিং ভারসাম্য। অধিনায়ক নিগার সুলতানার পাশাপাশি শারমিন আক্তার এ বছর দুর্দান্ত ফর্মে আছেন, ৮ ইনিংসে তার গড় ৫০.৮৫। এ দুজনকে ঘিরেই গড়ে উঠতে পারে টাইগ্রেসদের ব্যাটিং কৌশল।
এর মধ্যেই এসেছে আরেকটি ধাক্কা। দলের কোচ সরোয়ার ইমরান কলম্বোতে মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যদিও তিনি এখন সুস্থতার পথে, কিন্তু আপাতত পুরোপুরি মনোযোগ থাকবে তার সুস্থতায়।
বাংলাদেশের হয়ে নিগার সুলতানা পাকিস্তানের বিপক্ষে ১১টি ওয়ানডে খেলেছেন, করেছেন দুটি হাফ–সেঞ্চুরি। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই একে অপরের বিপক্ষে ৮টি করে ওয়ানডে জিতেছে।