বিজ্ঞাপন
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

ফ্লোটিলায় কেমন আছেন শহিদুল আলম, জানালেন নিজেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেয়া ১৩টি নৌযান ইতোমধ্যেই ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়েছে। এমনকি সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। এই পরিস্থিতিতেও ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনশেন্স ফ্লোটিলাতে আছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। সেখানে কেমন আছেন তিনি, জানালেন নিজেই।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ভয়াবহ ঝড় ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছেন।

শহিদুল জানান, তিনি বর্তমানে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনশেন্স ফ্লোটিলার ওপরের ডেকে অবস্থান করছেন। গত রাতে প্রবল ঝড় এলে নৌযানটি গতি বাড়িয়ে সামনে এগোয়, যাতে ঝড় এড়িয়ে যাওয়া যায়। তার ভাষায়, “ফ্লোটিলার সামনের নৌযানগুলো এরই মধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে। তবে আমরা ভীত নই। আমরা পথেই আছি, অবরোধ ভাঙবই। ফিলিস্তিন মুক্ত হবেই।”

অন্য এক পোস্টে শহিদুল লেখেন, জাহাজে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রথম রাতে তাকে খোলা ডেকে ঘুমাতে হয়েছিল। পরে ঝড়ের কারণে এক্সিট গেটের ছোট্ট কোণে রাত কাটাতে হয়।

তিনি লিখেছেন, “রিমান্ড ও জেলখানার অভিজ্ঞতা আমাকে এ পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। আমি নিরবচ্ছিন্ন ঘুম দিয়েছি।”

তিনি আরও জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রার্থনা বার্তা পাচ্ছেন তারা। সেই বার্তাগুলো তিনি সহযাত্রী কর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শহিদুল জানিয়েছেন, কনটেন্ট ও আপডেট পেতে চাইলে দৃক অফিসের সঙ্গে যোগাযোগ করতে।

ফ্লোটিলার অন্য জাহাজ আটকে দেয়ার ঘটনাকে তিনি ইসরায়েলি বাহিনীর “আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা” আখ্যা দিয়েছেন। তারপরও তিনি দৃঢ়ভাবে লিখেছেন, “আমরা অবরোধ ভাঙব। আপনাদের সংহতি আমাদের শক্তি, যা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না। ফিলিস্তিন মুক্ত হবেই।”

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More