বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগেই তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ানোয় আসিফ আকবরই হয়েছেন একক প্রার্থী। ফলে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, গায়ক পরিচয়ের পাশাপাশি আসিফ আকবর নব্বইয়ের দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। এছাড়া কুমিল্লার স্কুল ও কলেজ পর্যায়ের ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে কনসার্ট সফরে রয়েছেন এবং অক্টোবরের শেষদিকে দেশে ফেরার কথা রয়েছে।