বিজ্ঞাপন
বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

রাতে নয়, এবার ভোট হবে দিনে: ধর্ম উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাতে নয়, এবার ভোট হবে দিনে।

বুধবার (১ অক্টোবর) রাজধানী বকশীবাজারে সরকারি মাদ্রাসাআলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

২৫০ বছরের ইতিহাসে মাদ্রাসাআলিয়া অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, রাজধানীর এই ঐতিহাসিক মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসায় কোরআনহাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না।দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই, অথচ তারা বিশ্বসেরা শিক্ষাদান ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে থাকে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More