নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতিবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দিয়েছে। এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সম্মেলন শুরু হয়।
রোহিঙ্গা সংকটের বিস্তৃত চিত্র, রাখাইনের পরিস্থিতি, মিয়ানমার শরণার্থীদের সহায়তায় ভয়াবহ তহবিল ঘাটতি শীর্ষ সম্মেলনে মূল আলোচ্য বিষয়।
এরআগে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত আট বছর ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নিয়নি মিয়ানমার। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায় এ বিষয়ে সচেতনতা বাড়াতেই কাজ করছে বাংলাদেশ।