বিজ্ঞাপন
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

নয়াদিল্লির সঙ্গে আলোচনা স্থগিত করল লাদাখের আন্দোলনকারীরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছে লাদাখের আন্দোলনকারীরা। আন্দোলনের নেতৃত্বে থাকা ‘লেহ অ্যাপেক্স বডি’ জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর লেহতে চার যুবক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু না হওয়া এবং ৫০ জনেরও বেশি গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনায় বসবে না।

সংগঠনটি আরও বলেছে, জাতীয় নিরাপত্তা আইনে অধিকারকর্মী সোনাম ওয়াংচুকের গ্রেফতার, রাজ্যের দাবিতে চলা প্রতিবাদকে ‘দেশবিরোধী’ তকমা দেওয়া এবং পুলিশের গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনায় তারা ৬ অক্টোবর দিল্লিতে নির্ধারিত বৈঠকে অংশ নেবে না।

লেহ অ্যাপেক্স বডি’ মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ শহরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের জোট। তারা দাবি করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২৪ সেপ্টেম্বরের মৃত্যুর ঘটনার তদন্ত করতে হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে।

অন্যদিকে, রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা সবসময়ই লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় উন্মুক্ত অবস্থান বজায় রেখেছে।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দাবিতে লাদাখের রাজধানী লেহ শহরে কয়েক হাজার তরুণতরুণী বিক্ষোভে অংশ নেয়। কেউ কেউ অনশনেও বসেন। ওই দিন বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয় ও একটি পুলিশি যানবাহনে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সোনাম ওয়াংচুককে। তাকে রাজস্থানের জোধপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তার পাকিস্তান সফর ও সেখানে একজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রমাণ তারা পেয়েছে।

লাদাখের পুলিশ প্রধান এস.ডি. সিংহ জামওয়াল জানান, ‘সম্প্রতি একজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে যিনি ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ রাখতেন ও তথ্য আদানপ্রদান করতেন। এমনকি ওয়াংচুক পাকিস্তানের ‘ডন’ অনুষ্ঠানে অংশ নেন এবং বাংলাদেশ সফরও করেন।

তবে এসব অভিযোগ নাকচ করেছেন ওয়াংচুক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রতিষ্ঠান বিদেশ থেকে অনুদান নেয়নি। তবে জাতিসংঘ ও ইউরোপের কয়েকটি সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিল, যেগুলোর সব কর তারা পরিশোধ করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More