অবশেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর রুটে মালিকদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকায় মালিক–শ্রমিকদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর পরই কাজে যোগ দেন শ্রমিকরা, কাউন্টারগুলো খোলা হয়েছে, দেয়া হচ্ছে টিকিটও। ধর্মঘট প্রত্যাহারের পর বেলা সাড়ে ৪টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে বেলা সাড়ে তিনটা, চারটায় নিয়মিত গাড়িগুলো ছেড়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।
ধর্মঘট প্রত্যাহারের পর স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। গত ৪ দিন শুধুমাত্র একতা পরিবহন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহন করেছিল।
আলোচনায় মালিকপক্ষ জানায়, গাড়ির শ্রমিকদের বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছিল সেটি বলবৎ থাকবে। নতুন করে শ্রমিকপক্ষ যে ৭টা দাবি জানিয়েছিল তা অযৌক্তিক। কাজেই বেতন বৃদ্ধির বাইরে অন্য কোন দাবি নেই বলে মীমাংসা করা হয়েছে পরিবহন মালিক–শ্রমিক উভয় পক্ষের সিদ্ধান্তক্রমে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল বলেন, আজকের আলোচনায় মালিক ও শ্রমিক উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। আগের মতোই সুশৃঙ্খলভাবে বাস চলবে।
এর আগে, শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ করে বাস বন্ধ করে দেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
এসএ