সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

ভারতকে কখন ট্রফি দেয়া হবে, জানালেন বিসিবি সভাপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এশিয়া কাপের রেকর্ড নবম শিরোপা জিতেও ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি সূর্য কুমার যাদবের দল। শেষ পর্যন্ত শিরোপা ছাড়াই তারা উদযাপন করে মাঠ ছাড়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, খুব শিগগিরই ভারতের কাছে ট্রফি হস্তান্তর করা হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার হাতে তুলে দেন রানার্সআপের চেক। পরবর্তী সময়ে তিনি জানান, চ্যাম্পিয়ন ভারত শিরোপা গ্রহণ না করলেও শিগিগিরই তা হস্তান্তর করা হবে।

বুলবুল বলেন, ‘বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব।

বুলবুল আরও বলেন, ‘এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ হয়েছে। একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল। পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারা হয়তো চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও আক্ষেপ করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। তারপরে আমি বলব যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়াপাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। বাট আমরা জিততে পারিনি। বাট আফসোস নেই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More