সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

ঢাকায় জমজমাট প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘রাইজ অব ওয়ারিয়র্স’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরার টিকেও বক্সিং একাডেমিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘রাইজ অব ওয়ারিয়র্স’। দীর্ঘ অপেক্ষার পর ঢাকার বক্সিংপ্রেমীরা উপভোগ করলেন ভিন্নধর্মী ও রোমাঞ্চকর ফাইট নাইট। গত মাসে একই ভেন্যুতে ‘টিকেও রাইজিং স্টারস’ আয়োজনের পর ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হয় ১টি অ্যামেচার ও ৫টি প্রফেশনাল লড়াই।

অ্যামেচার বিভাগ: রাজশাহীর পুজ্জম কুমার ইম্তু তিন রাউন্ডের লড়াই শেষে জয় পান ঢাকার মেহেদী হাসান হিমুএর বিপক্ষে।

প্রফেশনাল বিভাগ: অভিষেক ম্যাচে ঢাকার শাওন এমরোজ চার রাউন্ড শেষে জয় পান রাজশাহীর রাসেল কবিরএর বিপক্ষে। অপরাজিত ঢাকার হোসেন () ছয় রাউন্ডে পরাজিত করেন রাজশাহীর ফজলে রাব্বী ()-কে। রাজশাহীর আবদুল হামিদ নূর কঠিন লড়াইয়ে জয় পান ঢাকার হাসানুর রহমানএর বিপক্ষে। ম্যাচটি পূর্ণ ছয় রাউন্ড স্থায়ী হয়। ঢাকার রাকিব হোসেন () হারান রাজশাহীর সিরাজুল রাব্বী ()-কে। মূল আকর্ষণ মেইন ইভেন্টে ঢাকার ইমন টোংচংগ্যা () টানা আট রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় পান রাজশাহীর পলাশ হোসেন ()-এর বিপক্ষে।

প্রতিটি ম্যাচ পরিচালনা করেছেন প্রশিক্ষিত রেফারি। ছিল চিকিৎসক দল, আধুনিক সুরক্ষা সরঞ্জাম ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যা আয়োজনটিকে আন্তর্জাতিক মানের করে তুলেছে। প্রতিটি ম্যাচ শেষে বিজয়ী ও পরাজিত বক্সারদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়, যা খেলোয়াড়দের প্রেরণা জুগিয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন কেবল খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার সুযোগই তৈরি করছে না, বরং বাংলাদেশি বক্সিংকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পথও প্রশস্ত করছে। খেলোয়াড়রাও জানিয়েছেন, এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট ও এরিনা প্রমোশনএর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের অনুমোদনে অনুষ্ঠিত ‘রাইজ অব ওয়ারিয়র্স’ ইভেন্টকে অনেকেই দেখছেন দেশের প্রফেশনাল বক্সিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মাইলফলক হিসেবে। ‘টিকেও রাইজিং স্টারস’ দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, ‘রাইজ অব ওয়ারিয়র্স’ সেটিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More