ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কেন্দ্রীয় সরকারের নির্দেশে কারফিউ জারি করা হয়েছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দর গুপ্ত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টেলিভিশন ভাষণে জানিয়েছেন, হানাহানি ও রক্তপাত বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে কবীন্দর গুপ্ত জানায়, “সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২ দিনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার পরিবারের সদস্যদের প্রতি স্বান্তনা জানাচ্ছি। কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না এবং সহিংসতা দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।”
বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে লাদাখের রাজধানী ‘লেহ‘ তে পৃথক রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় এবং নগর প্রশাসন ভবনে অগ্নিসংযোগ চালায়। এতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯০ জন আহত হন।
ভারতের কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে, জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ উস্কানি দিয়েছেন। এছাড়া লেহ নগর প্রশাসনের কাউন্সিলর ও কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে লেহে অভিযান চালিয়ে সহিংসতায় জড়িত কমপক্ষে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারদের মধ্যে কংগ্রেস নেতা সেপাগও থাকতে পারেন।